বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | বিনীত গোয়েল অপসারিত, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

Pallabi Ghosh | ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০০ : ০৪Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: প্রায় ৫ ঘণ্টা পর জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠক শেষ হল। সোমবার বৈঠক শেষে রাত পৌনে বারোটায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হবে। আগামিকাল, বিকেল চারটের পর কলকাতা পুলিশে বড়সড় রদবদল হবে। 

সোমবার গভীর রাতে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘ বৈঠকে উভয়পক্ষ খুশি। জুনিয়র চিকিৎসকদের তরফে মিনিটস-এ ৪২ জন সাক্ষর করেছেন। আন্দোলনরত চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে প্রথমটির তদন্ত করছে সিবিআই। বাকি চারটির মধ্যে তিনটির দাবি পূরণ করা হবে। জুনিয়র চিকিৎসকদের দাবি অনুযায়ী, স্বাস্থ্য অধিকর্তা ডা. দেবাশিস হালদার ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডা. কৌস্তভ নায়েককে সরানো হবে। পাশাপাশি পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও সরানো হবে পদ থেকে। আগামিকাল বিকেল চারটের পর কলকাতা পুলিশে বড়সড় রদবদল পবে। পুলিশ কমিশনারের পাশাপাশি ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও সরানো হচ্ছে। মঙ্গলবার বিকেল চারটেয় নতুন পুলিশ কমিশনার দায়িত্ব নেবেন। 

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা পাঁচজনের পদত্যাগের দাবি করেছিলেন। তাঁদের মধ্যে চারজনের অপসারণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বৈঠকের শেষে মমতা এও বলেন, তাঁদের দাবি মানার পাশাপাশি কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন করা হয়েছে। আন্দোলন চলাকালীন যথাযথ চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনা রুখতে, কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন করেছেন তিনি।

 

মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'হাসপাতালের নিরাপত্তা, পরিকাঠামো আরও গুরুত্ব দিয়ে দেখা হবে। একটি কমিটি হয়েছে। মুখ্যসচিব, হোম সেক্রেটারি, ডিজি, সিপি থাকবেন তাতে। আমি মনে করি মিটিংটা পজিটিভ হয়েছে। না হলে ওরাই বা সই করবেন কেন? আমরাই বা সই করব কেন? ওরা ছোট বলে ওদের দাবি একটু বেশিই মেনেছি।' 

 

প্রসঙ্গত, আগামিকাল, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের পরবর্তী শুনানি। গত বৃহস্পতিবার নবান্নে, এরপর শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক ভেস্তে যায়। বৈঠকে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি ইস্যুতে অনড় ছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। আজ অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে রাজি হন তাঁরা। সন্ধে ছ'টা থেকে রাত পৌনে বারোটা পর্যন্ত চলে বৈঠক। 


#Mamata Banerjee #RG Kar Case #Junior Doctors #Doctors Protest #Kolkata



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

দায়িত্ব নিয়েই আরজি করে নতুন নগরপাল, বৈঠক করলেন অধ্যক্ষের ঘরে...

কথা বলে ‘ধোঁয়াশা’ কেটেছে, সোশ্যাল মিডিয়ায় ডেকরটার্স বিতর্ক নিয়ে জবাব চিকিৎসকদের...

আরজি কর কাণ্ডে ডাক সিবিআই-এর, ‘সবরকম সাহায্য’ করতে সিজিওতে মিনাক্ষী ...

স্বাস্থ্যসচিবের অপসারণের দাবি, ফের রাজ্যকে ই-মেল, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত ...

রাতের শহরে ফের আক্রান্ত ট্র্যাফিক সার্জেন্ট, চিকিৎসা করাতে নিজেই ছুটে গেলেন হাসপাতালে...

খাস কলকাতায় ফের প্রোমোটারের দাপাদাপি, আহত ১

'যদি কাগজে লেখ নাম', কর্তব্যরত নার্সকে প্রেমপত্র দিয়ে বিপাকে যুবক...

নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন, অংশগ্রহণ করল ৯২টি দল...

সোম-রাতে বলেছিলেন মমতা, মঙ্গলে পুলিশের সঙ্গেই বড় বদল স্বাস্থ্যেও ...

কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা, বিনীত হলেন এডিজি এসটিএফ ...

পড়ুয়াদের দক্ষ ও শিল্পমুখী করে তোলার বিশেষ প্রচেষ্টা এসএনইউ’‌র ...

কালীঘাটে মমতার বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে হল বৈঠক, মিলল সমাধান?‌ ...

প্লাবিত এলাকা নিয়ে চিন্তিত মমতা, দিলেন এই নির্দেশ ...

সরকার এবং ডাক্তারদের নিঃশর্ত আলোচনা জরুরি, নয়তো নৈরাজ্যের পথে চলে যাবে পশ্চিমবঙ্গ...

চিকিৎসকদের শর্ত মানল রাজ্য, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা...



সোশ্যাল মিডিয়া



09 24